নিয়তিতে বিশ্বাসী মানুষ মনে
করে তাদের মৃত্যুর ক্ষণ ও স্থান পূর্ব নির্দিষ্ট। এরা আসলে বোকা। প্রকৃতি মূলত উদার,
নিরপেক্ষ এবং অপ্রতিরোধ্য একটা শক্তি। বহু মৃত্যু দেখেছি আমি, বিশ্বাস করতে বাধ্য হয়েছি
যে এর কোনটাই অপ্রয়োজনীয় নয়; আবার অনেক মানুষকে মরতে মরতেও বেঁছে যেতে দেখেছি। বিস্ময়কর
ব্যাপার হচ্ছে এদের বেঁচে থাকা শুধু তার নিজের বা নির্ভরশীল গুটিকয়েক মানুষের কাছে
তাৎপর্যপূর্ণ, অন্যদের কাছে নেহাত অর্থহীন।
প্রাণী মাত্র নির্দিষ্ট নিয়ম
কিংবা রীতির দাস। মানুষ, পশু আর গাছপালা-জন্মায় এবং একটা সময় পর মারাও যায়। মৃত প্রাণীর
জায়গা নিয়ে নেয় অন্যরা, ব্যাপারটা এতই দ্রুত ঘটে যে তার অভাব বেশিরভাগ সময় টেরই পাওয়া
যায় না।
0 Comments