আমার মতে বংশ মর্যাদা নিয়ে আসলে লাফালাফির কিছুই নেই। ভাল বংশ থেকে সবল বা দুঃসাহসী লোকের জন্ম যেমন হতে পারে, তেমনি দুর্বল কিংবা ভীতু লোকও জন্ম নিতে পারে। বিপদের সময় কার রক্ত কতটা অভিজার অথবা কে কতটা ধনী, তাতে লাভ হয় না, বরং কে কতটা সমর্থ বা সাহসী-সেটাই বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। আভিজাত্য কিংবা সম্পদ থেকে টাকা আসে সত্য, কিন্তু কখনও সামর্থের জন্ম হয় না।