সবার মত আমাদেরও জায়গা করে
নিতে হবে, সেজন্য খাটতে হবে। অর্জন করে নিতে হবে। সূর্য খাতির করে কাউকে বেশি আলো বিলায়
না। জাত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য একই নিয়ম। ধর্মগুরু বা প্রেসিডেন্টের কাছ থেকে
বিশেষ সুবিধা পাওয়ার আশা করা উচিৎ নয় কারও। এটা এমন এক সময়/দেশ, টিকতে হলে অন্যের চেয়ে
যোগ্য হতে হবে তোমার, নিজের অস্তিত্ব প্রতিষ্ঠা করতে হবে।অন্তত যোগ্য হওয়ার আগে অন্যরা
তোমাকে সমীহ বা সম্মা ন করবে না। আসলে সবকিছুই অর্জন করে নিতে হবে।
সবাই যে ভাল হবে তা নয়। কেউ
কেউ অসৎ হয়ে যায়। সৎ রুজি দিয়ে পেট চালাতে পারে না, তাই বাহুবল আর অস্ত্রের জোর খাটাতে
চায় ওরা। কিন্তু সৃষ্টির সব নিয়ম বা বস্তুই ওদের বিরুদ্ধে, তাই শেষপর্যন্ত ওরা কখনই জিততে পারে না।
যদিও আমি তথাকথিত শিক্ষাব্যবস্থার
প্রতি বিরূপ মন্তব্য পোষণ করি, তবুও নূন্যতম শিক্ষা বোধহয় সবার পাওয়া উচিত, অন্তত কিছুদিন
স্কুলে না গেলেই নয়। তাতে যে খুব লাভ হয় তা নয়। আসলে প্রতিটি বই একেকটা স্কুল । পড়লেই
শেখা যায়। বইয়ের মত বিশ্বস্ত বন্ধু আর হয় না। তবে চোখ-কান খোলা রেখেও অনেক কিছু শেখা
যায়।
0 Comments