ঘুরে বেড়ানোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইচ্ছেটা কখনও মেটে না। অনেক ঘুরলে, তারপরও মনে হবে শেষ হয়নি, আরও চাই। দিগন্ত সব সময়ই হাতছানি দেয়। নাম না-জানা কত গ্রাম আর নদী যে অচেনা রয়ে গেছে আমার!

কিন্তু মানুষ তো মরণশীল, বয়সেও বুড়িয়ে যায়। স্বপ্ন অটুট থাকে, অথচ জরা আর ক্লান্তি তার স্বপ্নপূরণের পথে বাঁধা হয়ে দাঁড়ায়।